২৮ বছর পর কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৪
২৮ বছর পর কলকাতা বইমেলায় নেই বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

২৮ বছর পর কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকায় নেই বাংলাদেশ। ২০২৫ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অনুপস্থিত থাকবে বাংলাদেশ। তবে এই অনুপস্থিতির কারণ এখনও স্পষ্ট নয়।


টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, গতকাল (১৫ নভেম্বর) শুক্রবার প্রকাশিত কলকাতা আন্তর্জাতিক বইমেলার সময়সূচিতে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায়নি। ২০২৫ সালের ২৮ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত বইমেলার ৪৮তম সংস্করণে জার্মানি প্রথমবারের মতো থিম কান্ট্রি হবে।


১৯৯৬ সাল থেকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী কলকাতা শহরের বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালে শেখ হাসিনা নিজে মেলায় যোগ দিয়েছিলেন ওই বছর বাংলাদেশ ছিল থিম কান্ট্রি। ২০০১ এবং ২০০৮ এর মধ্যে এই ঐতিহ্যের কোন বিরতি ছিল না।


এই ব্যাপারে গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জী জানান, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে না- এটা এখনই বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি, যদি আগামী দিনে এই জটিলতা কমে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের যথোপযুক্ত সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছি। যে পরিস্থিতির মধ্যে ভারত এবং বাংলাদেশ রয়েছে সেখানে সরকারি কোন নির্দেশনা ছাড়া আমরা সিদ্ধান্ত নিতে পারছি না।


বাংলাদেশ বইমেলায় অংশগ্রহণ না করলে কলকাতার পাঠকরা বাংলাদেশি বইয়ের স্বাদ থেকে বঞ্চিত হবেন কি না? এমন প্রশ্নের উত্তরে ত্রিদিব চ্যাটার্জী বলেন, এটাই তো স্বাভাবিক। যেমন গত ৪৮ বছরে জার্মানি কলকাতা বইমেলায় অংশগ্রহণ করতে না পারার কারণে পাঠকরা জার্মান সাহিত্যকে কাছে পায়নি। ঠিক তেমনভাবেই বাংলাদেশও যদি না আসতে পারে তবে কলকাতার পাঠকদের কাছে বাংলাদেশের সাহিত্য শূন্যতা সৃষ্টি করবে।


একই অভিমত জানিয়ে গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, বাংলাদেশ যদি এই বইমেলায় অংশ না নিতে পারে তবে সেখানকার সাহিত্যিক, লেখকরা যেমন আসবেন না, তেমনি বইও থাকবে না। স্বভাবতই কলকাতার পাঠকরা তা থেকে বঞ্চিত হবেন। কারণ বাংলাদেশি সাহিত্যের অনেক পাঠক কলকাতায় তৈরি হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com