
নাটকপাড়া সরব হতে শুরু করেছে। মঞ্চে জ্বলে উঠেছে আলো। জাতীয় মহিলা সমিতি বেইলি রোডের ডক্টর নীলিমা ইব্রাহিম মিলন আয়তনে মনোজ মিত্রের ‘প্রভাত ফিরে এসো’ নাটকটি শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাতটায় মঞ্চায়িত হয়েছে। হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় এতে সৈম্য চরিত্রে অভিনয় করেন হামিদুর রহমান নিজেই। ঝুমি চরিত্র অভিনয় করেন শারমিন সুলতানা ঊর্মি।
‘প্রভাত ফিরে এসো’ প্রেমের গল্প। রাগ-ক্ষোভ-অভিমান-ঠাট্টায় ভরা সে গল্পে ঢুকে পড়তে কষ্ট হয়নি দর্শকদের। নাটকে বাস্তবজীবন ও সমাজের নানা বিষয় উঠে এসেছে। স্বামীকে গভীরভাবে ভালোবাসে এ রকম একটি মেয়েকে দেখা যায় গল্পে। বিয়ের আগে তার একটি সম্পর্ক ছিল। স্বামীর অসুস্থতার কারণে বাধ্য হয়ে তাকে পুরোনো প্রেমিকের সঙ্গে যোগাযোগ করতে হয়। ফেলতে হয় ফাঁদে! প্রভাতকে কেন ফিরে আসতে হবে, তা জানতে অবশ্যই পরের কোনো মঞ্চায়নে গিয়ে বসতে হবে মঞ্চের সামনে।
নাটকের অন্যতম অভিনেত্রী শারমিন সুলতানা উর্মি বলেন, ‘এটি একটি সামাজিক গল্প, তাই মঞ্চায়ন খুব আনন্দ পাই। আজও তার ব্যতিক্রম হয়নি। আমার বিশ্বাস, দর্শকেরাও নাটকটি দেখে পছন্দ করেছেন।’ এখনও কীভাবে থিয়েটার করার প্রেরণা পান? জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘মঞ্চনাটকটা যারা মন থেকে ভালোবাসেন, তারা এর পেছনে লেগে থাকেন। এটা থেকে এখন সেরকম আয় হয় না। কেবল ভালোবাসা থেকে এবং শেখার জন্যই আমরা থিয়েটার করি। এটা আসলে একটা স্কুলের মতো। এখানে ভালো করে শিখলে পরে টিভিনাটক ও সিনেমায় কাজ করতে সুবিধা হয়।’
‘প্রভাব ফিরে এসো’ নাটকের ঝুমি চরিত্রে অভিনয় করেছেন শারমিন সুলতানা ঊর্মি। প্রভাত চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আলমগীর, নিলুর মামার চরিত্রে রায়হান ইসলাম, ঝুমির মায়ের চরিত্রে আজমিরা কান্তা, সৌম্য চরিত্রে হামিদুর রহমান। হামিদুর রহমান পাপ্পুর নির্দেশনায় নাটকটি প্রযোজনা করেছে শৌখিন থিয়েটার। জানা গেছে, শিগগিরই নাটকটি আবারও মঞ্চস্থ হবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]