শিল্পকলায় ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ মঞ্চস্থ হবে ২ জুলাই
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ১৮:৪৮
শিল্পকলায় ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ মঞ্চস্থ হবে ২ জুলাই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আষাঢ় মাসে মঞ্চে প্রদর্শিত হয়েছে থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’। শুক্রবার (২৯ জুন) সন্ধ্যায় রাজধানীর মিনিটে বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে আদিকবি কালিদাসকে উপজীব্য করে রচিত নাটকটির প্রদর্শনী হয়।


মঙ্গলবার (২ জুলাই) শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি পুনরায় প্রদর্শিত হবে।


এর আগে গত বছরের জুলাইয়ে নাটকটির শেষ প্রদর্শনী হয়। দীর্ঘ ছয় মাসের বিরতির পর সাড়া জাগানো নাটকটি আবার মঞ্চে আসছে।


একজন কবি থেকে রাষ্ট্রনায়ক হিসেবে কালিদাসের আবির্ভাব, তার জীবনে প্রেম, প্রকৃতি অত্যন্ত চমৎকারভাবে বিধৃত হয়েছে এই নাটকে। ক্ষমতার সঙ্গে সৃজনশীলতার যে দ্বন্দ্ব এবং সেই দ্বন্দ্ব থেকে বেরিয়ে এসে কবি কালিদাস কীভাবে কবিতার কাছে ফিরে আসতে চেয়েছেন– তা-ই অত্যন্ত হৃদয়স্পর্শীভাবে উঠে এসেছে ‘আষাঢ়স্য প্রথম দিবসে’।


নাটকটি রচনা করেছেন মোহন রাকেশ। অনুবাদ করেছেন অংশুমান ভৌমিক। নির্দেশনা দিয়েছেন অলোক বসু। এতে অভিনয় করেছেন রমিজ রাজু, সঞ্জিতা শারমীন, হাসানুজ্জামান খান, দিপু মাহমুদ, শামসুন্নাহার বেগম, সুরভী রায়, আর কে এম মোহসেন ও‌ অলোক বসু।


থিয়েটার ফ্যাক্টরির নাটক ‘আষাঢ়স্য প্রথম দিবসে’ মঞ্চে আসে ২০১৯ সালের ২৫ জুলাই। নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলতে সক্ষম হয়। ঢাকা, চট্টগ্রাম, কলকাতাসহ বিভিন্ন স্থানে নাটকটির অনেকগুলো প্রদর্শনী হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com