
সত্য কথায় বিপদ বেশি...
আধুনিক এই কলি যুগে সত্য
কথায় বিপদ
বেশি
জলজ্যান্ত মিথ্যে কথার চেয়ে;
তাই তো এটা বলতে গেলেই
আঁতে
অনেকের ঘা লাগে
আর রেগেমেগে আসে ধেয়ে।
এমন অনেক সত্য আছে
কখনো যা নিজের
চোখে দেখেও
কিন্তু যায় না কাউকে বলা;
তবে বলতে গেলেই মহা
বিপদ
পিঠ বাঁচাতে তাই তো
তখন ইউটার্নে হয় পথ চলা।
আবার সত্য কথায় বিপদ
জেনেও অনেক
সময়
জনসমক্ষে তা বলতে হয়;
নইলে কিন্তু ভুক্তভোগী ওই
নিরীহ
ব্যক্তি বিচার পেতে
মাসের পর মাস কোর্টে রয়।
এখনো তোমাকে অনেক খুঁজি...
এখনো তোমাকে অনেক খুঁজি-
পথে ঘাটে প্রান্তরে সবুজ নীলিমায়
গহীন অরণ্যে নীলাদ্রির লোনাজলে
রবির উজ্জ্বল রৌদ্র করে। কখনো
আবার নিকষ কালো আঁধার রাতে মিটমিট করে জ্বলা গ্রহ নক্ষত্রের
ঐ দূর আকাশে একাকী শুয়ে বসে
সদা সতত অধমের মতো-
কখনো ভাবি এই তুমি এলে বুঝি।
কিন্তু তোমার ঠিক ঠিকানা কিছুই তো
আজো দাওনি। কেন তাও জানি না? শুধু জানি তুমি ছিলে এই অন্তরের
অন্তঃস্থলে আপনার চেয়েও আপন
হয়ে শয়নে স্বপনে জাগরনে সর্বক্ষণ।
জানি কোন দিন আর হবে না দেখা
শানবাঁধানো সেই পুকুর ঘাটে কিংবা
শত চেষ্টায়ও আর আসবে না ফিরে ইট পাথরে গড়া এই নিষ্ঠুর শহরের অলি গলির আনাচে কানাচে অথবা
নির্জন কোনো তল্লাটে হঠাৎ করে।
তবুও তুমি যেখানেই থাকো ভালো
থেকো এই কামনা করি কায়মনে।
হোক নাহয় আমার এ হৃদয় ঊষর
মরুভূমির কোন এক বিরান ভূমি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]