শুরু হচ্ছে 'জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ'র ৪২তম বার্ষিক অধিবেশন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ১৭:০৭
শুরু হচ্ছে 'জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ'র ৪২তম বার্ষিক অধিবেশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনুষ্ঠিত হতে যাচ্ছে 'জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ' এর বিয়াল্লিশতম বার্ষিক অধিবেশন।


আগামী ৮, ৯ ও ১০ মার্চ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে।


৬ মার্চ, বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান 'জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ'।


এবারেরসম্মেলন উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।


রবীন্দ্র পদক দিয়ে গুণি-সম্মাননা জানানো হবে শিল্পগুরু মুস্তাফা মনোয়ারকে।


এবারের আয়োজনে অংশ নিচ্ছেন দেশের নানা অঞ্চল থেকে সমাগত সাত শতাধিক শিল্পী, সংস্কৃতিকর্মী ও সংগঠক।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক শর্মিলা বন্দ্যোপাধ্যায়।


এসময় বক্তব্য রাখেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান, সহ-সভাপতি বুলবুল ইসলাম, লাইসা আহমদ লিসা, লিলি ইসলাম।


উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ, সদস্য মামুনুর রশীদ, রশীদ আল হেলাল ও মেহেদী ফরিদ।


তিনদিনের বিয়াল্লিশতম বার্ষিক অধিবেশন সহায়তা দিচ্ছে পূবালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড, বিকাশ, কাজী ফার্ম এবং আরো অন্য সহযোগী।


উল্লেখ্য, ১৯৭৯ সালে শিল্পী জাহিদুর রহিমের প্রয়াণ-দিবসে কাজ শুরু হয়েছিল ‘জাহিদুর রহিম স্মৃতি পরিষদ্’-এর। দেশব্যাপী বৃহত্তর পরিসরে কর্মকাণ্ড পরিচালনা করার লক্ষ্য নিয়ে পরবর্তীকালে বাঙালির চিরকালের সঙ্গী রবীন্দ্রনাথের নাম যুক্ত করে সংগঠনের নাম করা হয় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্।


সংঘটনটির মূল লক্ষ্য হয়ে উঠেছে সকল প্রকার প্রতিবন্ধকতা দূর করে বাঙালির জাতীয় সংস্কৃতির সুষ্ঠু ও স্বাভাবিক বিকাশের ধারাকে সমৃদ্ধ ও গতিশীল করে তোলার উদ্দেশ্যে সংগঠনের কার্যক্রম পরিচালনা করা। নাম পরিবর্তন হলেও অব্যাহত আছে প্রয়াত স্মরণীয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সংস্কৃতিকর্মী জাহিদুর রহিমের স্মৃতি ধরে রাখার জন্য ‘জাহিদুর রহিম স্মৃতি পুরস্কার’ প্রতিযোগিতার আয়োজন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com