বিজয় দিবস
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:০৮
বিজয় দিবস
কাজী লাবণ্য
প্রিন্ট অ-অ+

নিশ্চিন্ত যে—
দিনটি এমন ছিল না মোটেও, এতো আনন্দের এতো কোলাহলের
বিজয়ের আকাশে তখনও যুদ্ধবিমান
কারো উচ্ছ্বাসের পা উড়ে যাচ্ছিল মাইনের গুপ্ত— স্প্রিন্টারে
কিছু এলাকা পরাধীন ছিল, শেষ খলবাসনা সন্ত্রাস খুঁজে বেড়াচ্ছিল
প্রসারিত প্রাণ।


যখন আনন্দ সংবাদ ছড়িয়ে পড়লো উঠোনে উঠোনে
কেউ ছিল জঙ্গলে কেউ নৌকায় কেউ শরণার্থী শিবিরে
যারা বেঁচেছিল, নয় মাসের বর্ষা পেরিয়ে, না খেয়ে কলেরায় ভিজে
তারা সবাই
কাঁপা হাতে স্পর্শ করেছিল বিজয়ের এইদিন।


প্রায় অর্ধশত বছর—
একটি স্বাধীন দেশের মাটি ছুঁয়ে আকাশে উড়ে
লাল সবুজ পতাকা
এই মাটি, মানুষের, হিজলের, শঙ্খচিলের আনন্দের ঠিকানা
হতে পারল কই!
পক্ষাঘাতী হয়রানির বৃত্তে মাঝে মাঝে একদল ভাবে
মৃত্যু মানে মুক্তি
আর বেঁচে থাকা বিস্ময় আপস।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com