দাঁড়িকমা বেস্টসেলার পুরস্কার ২০২৩ প্রদান
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৯:২০
দাঁড়িকমা বেস্টসেলার পুরস্কার ২০২৩ প্রদান
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান দাঁড়িকমা প্রকাশনী গত অর্থ বছরে সর্বোচ্চ বিক্রিত বইয়ের লেখকদের ‘দাঁড়িকমা বেস্টসেলার পুরস্কার ২০২৩’ প্রদান করেছে।


২৯ জুলাই, শনিবার বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান করা হয়।


প্রধান অতিথি হিসেবে বেস্টসেলার লেখকদের হাতে পুরস্কার তুলে দেন নন্দিত কথাসাহিত্যিক আনিসুল হক। দাঁড়িকমা প্রকাশনীর প্রকাশক আবদুল হাকিম নাহিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। এছাড়া পুরস্কারপ্রাপ্ত লেখকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।


পুরস্কারপ্রাপ্ত লেখকরা হলেন, বেস্ট অব দ্যা বেস্টসেলার লেখক মাহবুব নাহিদ, উপন্যাস বিভাগে মোহাম্মাদ আলী, ছোটগল্প বিভাগে মাহফুজ ফারুক, ক্যারিয়ার বিভাগে যৌথভাবে সত্যজিৎ চক্রবর্ত্তী ও মান্না দে, মুক্তগদ্য বিভাগে জনি হোসেন কাব্য, কবিতা বিভাগে শাহীন ইসলাম, অনুবাদ বিভাগে এ.এস.এম রাহাত, শিশুসাহিত্য বিভাগে ফারজানা আক্তার ও লাইফস্টাইল বিভাগে সাজ্জাদ হুসাইন রাহাত।


নতুন লেখকদের উদ্দেশ্যে প্রধান অতিথি আনিসুল হক বলেন, ‘কিছু বিষয় আছে যা মানুষকে হৃদয় দিয়ে, ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে হয়। সাহিত্য তেমনই একটি বিষয়। লেখালেখি করে যদি সমাজের সংস্কার করতে পারেন তাহলে লিখবেন, যদি দেশের উপকার করতে পারেন তাহলে লিখবেন। শুধু সমাজ ও দেশের সংস্কারই নয়; যদি সৌন্দর্য সৃষ্টি করতে পারেন তাহলেও লিখবেন।’


বিশেষ অতিথির বক্তব্যে আসাদ কাজল বলেন, ‘একসাথে অনেক বিষয়ে সৃষ্টিশীল কাজ করে যাওয়ার চেয়ে অপেক্ষাকৃত যে কোনো একটি বিষয়ে মনোনিবেশ করতে হবে।’


সভাপতির বক্তব্যে আবদুল হাকিম নাহিদ বলেন, ‘দাঁড়িকমা বেস্টসেলার বই নিয়ে আজ যেমন অনুষ্ঠান করছে আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। বই নিয়ে দেশের সবচেয়ে বড় উৎসব করার স্বপ্ন দেখে দাঁড়িকমা প্রকাশনী।’


পুরস্কার বিতরণ ছাড়াও অনুষ্ঠানটি লেখক-পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছিলো। অনুষ্ঠানে আগত পাঠকদের হাতে জনপ্রিয় ও চিরায়ত সাহিত্যের দুটি করে বই এবং বই সংগ্রহের জন্য বিশেষ ডিসকাউন্ট কার্ড তুলে দেয়া হয়।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com