তোমার আছে বনাম আমার আছে
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১০:০৭
তোমার আছে বনাম আমার আছে
ওয়াহিদুর রহমান শিপু
প্রিন্ট অ-অ+

তোমার আছে বুনো হংসীর মতো অমৃত চাহনি,
তোমার আছে সুরেলা দোতারার অমীয় রাগিনী।
তোমার আছে নিদ্রামূর্তিভগ্নকারী রূপের বাহার,
সেই রূপের প্রজ্বলিত মশালে জ্বলে পুড়ে হয়ে যায় ছারখার।


তোমার আছে শাশ্বত, প্রাকৃতিক এবং যুক্তিসঙ্গত দেহগূঢ়,
তোমার আছে যুক্তিরহিত, স্পর্শকাতর, লাজুক, ছলনাময়ী আব্রু।
তোমার আছে প্রাণবহা পুণ্যসলিলা কল্লোলিনী নদী,
তোমার আছে অজস্র সুবর্ণ, হীরক, অলাংকারাদি।


তোমার আছে বিউটি পার্লারে সাজা দুটো চেকনাই কপোল,
তোমার আছে কুণ্ডলি পাঁকানো সাপের মতো বিষ ছোবল।
তোমার আছে উচ্চাশা, স্বাচ্ছন্দ্যবাঞ্ছা, স্বাচ্ছল্যাকাঙ্ক্ষা,
তোমার আছে ফিনফিনে দুটি অনিন্দ্য সুন্দর অপ্সরী সদৃশ পাঙ্খা।


অবশেষে প্রেয়সী বললো, কৃঞ্চিত -নাসিকা!
তোমার কী আছে হে ভণ্ড কবি?
নিরন্তর আঁক শুধু কল্পনাপ্রসূত ছবি!
আহা বুক ফেটে চৌচির হয়ে গেলো, বড়ই ব্যাঙ্গাত্বক!?
বোঝো কিছু? আমার আছে কবিতার নীলাক্ষর যা ফরাসি বিপ্লবের চেয়েও বিপ্লবাত্বক।


(অশরীরী কাব্যগ্রন্থ থেকে)


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com