
দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর । এরই মধ্যে ঈদের কেনাকাটা সেরে ফেলেছেন অনেকেই। বাকি রয়েছে রূপচর্চার কাজ। তাই দিন ঘনিয়ে আসার সঙ্গে ভিড় বাড়ছে রাজধানীর বিভিন্ন সেলুন ও পার্লারে।
মেহেদিতে হাত রাঙানো থেকে শুরু করে চুল ও পায়ের নখ পর্যন্ত চলছে পরিচর্যা। পার্লারকর্মীদের যেন দম ফেলার সময় নেই। ঈদকে সামনে রেখে দীর্ঘ হচ্ছে সেবা গ্রহিতাদের সারি। পার্লারে উপচেপড়া ভিড় লক্ষণীয় শহরের বিউটি পার্লারগুলোতে।
রাজধানীর ধানমন্ডি, মিরপুর, বনানী, গুলশান এলাকার বিভিন্ন পার্লারে দেখা যায়, কর্মীদের এখন দম ফেলার সময় নেই। ঈদ প্রায় চলেই এসেছে। শেষ মুহূর্তে নিজেকে আকর্ষণীয় করতে তরুণ-তরুণীরা ভিড় জমাচ্ছেন, বাদ যাচ্ছেন না বয়স্করাও।
চুলকাটা, কালার করা, ভ্রু প্ল্যাক, ফেসিয়াল, মেনিকিউর, পেডিকিউর আরো কত কী!
বিউটি পার্লারের কর্মীরা জানান, ২৫ রমজানের পর থেকেই তরুণীরা নিজেদের পরিপাটি করতে ব্যস্ত হয়ে ওঠেন। রমজান মাসের শুরু থেকেই অনেকে ভিড় জমান শহরের বিভিন্ন বিউটি পার্লারে। বিউটিশিয়ানরাও ব্যস্ত সময় কাটান তরুণীদের মনের মতো করে সাজাতে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]