
নানা কারণে ঠোঁট কালচে হয়ে যেতে পারে। এর জন্য নিয়মিত ঠোঁটেক যত্ন নেওয়া প্রয়োজন। ঠোঁটের কালচে দাগছোপ দূর করতে হলে, নিয়মিত পরিচর্যা করতেই হবে। একদিনে দাগ ওঠার নয়। তবে বছর শেষের পার্টিতে যদি নরম ও আকর্ষক ঠোঁট পেতে চান, তা হলে মেকআপ দিয়েই খুঁত ঢাকতে হবে। কী ভাবে ঠোঁটের রূপটান করবেন জেনে নিন।
ঠোঁটের রূপটানের টিপ্স
ঠোঁটে মেকআপের আগে লিপ স্ক্রাব এবং নরম ব্রাশ দিয়ে ঠোঁট ‘এক্সফোলিয়েট’ করে নিন। এ বার নরম তোয়ালে দিয়ে ঠোঁট মুছে নিন।
মেকআপ করার আগে ঠোঁটে কনসিলার লাগান। কনসিলার যে কোনও ধরনের দাগছোপ ঢেকে দিতে পারবে। আঙুল বা ব্রাশ দিয়ে ঠোঁটে কনসিলার লাগিয়ে নিন।
ঠোঁটের কালচে দাগ ঢাকতে গাঢ় রঙের লিপস্টিকই বেছে নেওয়া ভাল। এতে ঠোঁটের কালচে ভাব সহজে বোঝা যাবে না। তবে যদি ন্যুড মেকআপ করতে চান, তা হলে লিপস্টিক লাগানোর অন্তত ১৫ মিনিট আগে থেকে লিপ বাম লাগাতে শুরু করুন। সানস্ক্রিন সমৃদ্ধ লিপবাম হলেই ভাল।
এর পর কনসিলার লাগিয়ে সামান্য ফাউন্ডেশন ঠোঁটে বুলিয়ে নিন।
তার পর লিপ লাইনার দিয়ে ঠোঁট আউটলাইন করুন। লিপ লাইনার কখনই লিপস্টিকের রঙ অনুযায়ী বাছবেন না। নিজের ঠোঁটের রঙ অনুযায়ী বাছুন।
লিপস্টিক টিউব থেকে ব্রাশের সাহায্যে ঠোঁটে ভরাট করে লিপস্টিক লাগান। ব্লটিং পেপার দিয়ে এই টিউব কালার শুষে নিয়ে ট্রান্সলুসেন্ট পাউডার পাফ করে নিন। এর উপর লিপস্টিকের দ্বিতীয় কোট লাগান।
যদি ঠোঁট খুব পাতলা হয় তবে গাঢ় রঙের লিপস্টিক এড়িয়ে চলুন। বরং উজ্জ্বল রঙের লিপস্টিক বেছে নিন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]