রাণীনগরে চাল উদ্ধারের ঘটনায় ৯জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ২২:৫৭
রাণীনগরে চাল উদ্ধারের ঘটনায় ৯জনের বিরুদ্ধে মামলা
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় ৯জনকে আসামি করে মামলা করেছেন উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান।


ঘটনার চার দিন পর বৃহস্পতিবার দুপুরে রাণীনগর থানায় এই মামলা দায়ের করেন তিনি।


রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বলেন, ১৫টাকা কেজি দরে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ চলছিল।


এরই মধ্যে গত ২৪ আগস্ট গোপন সংবাদে জানতে পারেন, উপজেলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমান চাল মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিরাজুল ইসলামের বাড়ি থেকে দেড় হাজার কেজি (৩০ কেজির ৫০ বস্তা) চাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার চালগুলো গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়। কিন্তু ওই বাড়িতে কে চালগুলো রেখেছিল তা সাথে সাথে শনাক্ত করা যায়নি। পরে খোঁজ খবর নিয়ে জড়িতদের শনাক্ত করে ৯ জনের নামে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া জব্দকৃত চালগুলো উপজেলা খাদ্যগুদামে হেফাজতে রাখা হয়েছে।


রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধারের ঘটনায় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান বাদী হয়ে ৭জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ২জনকে আসামি করে মামলা দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/সাহাজুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com