উপদেষ্টা হতে ২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, চিকিৎসকের বিরুদ্ধে দুদকের অভিযান
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৭:৩০
উপদেষ্টা হতে ২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, চিকিৎসকের বিরুদ্ধে দুদকের অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিআরএইচ) সাবেক পরিচালক অধ্যাপক ডা. শেখ গোলাম মোস্তাফার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য তিনি একজন সমন্বয়কের কাছে ২০০ কোটি টাকার একটি চেক ইস্যু করার অভিযোগে এই অভিযান চালানো হয় বলে জানানো হয়।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুদকের উপপরিচালক মো. আখতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, কমিশনের প্রধান কার্যালয়ের একটি বিশেষ দল অভিযানটি পরিচালনা করছে। এনআইসিআরএইচ এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ে এ অভিযান চলছে।


তিনি আরও জানান, ডা. মোস্তাফার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন এবং ঘুষের মাধ্যমে প্রভাবশালী পদ লাভের চেষ্টার অভিযোগে তদন্ত চলছে।


তিনি বলেন, 'অভিযান শেষ হলে বিস্তারিত জানানো হবে।'


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com