কম বাজেটে ঘর সাজানো
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ১২:৪০
কম বাজেটে ঘর সাজানো
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঘর সাজানো মানেই একটা বিপুল খরচ, তেমনটা ভেবেই পিছিয়ে যান অনেকেই। তবে একটু মাথা খাটিয়ে কিন্তু কম টাকা খরচ করেও বাড়ির ভোল বদলে যেতে পারে। রইল তেমন কিছু কৌশল।


১) ছোট পাতাবাহার থেকে ক্যাকটাস, অনেকেই এখন ঘর সাজাতে ছোট ছোট গাছ ঘরে রাখেন। শুধু অন্দরসজ্জাই নয়, তা ছাড়া ঘরে গাছ থাকলে তা মনের উপরেও ইতিবাচক প্রভাব ফেলে।


২) যাঁরা বই পড়তে ভালবাসেন তাঁরা বইগুলিকে সুন্দর করে সাজালেই বসার ঘর সুন্দর হয়ে উঠতে পারে। বর্তমানে ছোট ছোট বইয়ের তাক পাওয়া যায় যা। যা এমনি বইয়ের আলমারির চেয়ে আলাদা। পরিচ্ছন্ন রাখতে পারলে এই ছোট ছোট তাকগুলিও দারুণ আকর্ষণীয় হয়ে উঠতে পারে।


৩) একটু সৃজনশীল হলেই পুরনো জিনিসপত্র দিয়েই ঘর সাজিয়ে নেওয়া যেতে পারে নতুন রূপে। পুরনো কাচের বোতল, খবরের কাগজও সৃজনশীলতার গুণে হয়ে উঠতে পারে চমকপ্রদ ঘর সাজানোর জিনিস।


৪) দেওয়াল সুন্দর করতে নিত্যনতুন রং করার বদলে আজকাল অনেকেই ওয়ালপেপার লাগান। ওয়ালপেপারগুলি কায়দা করে দেওয়ালের গায়ে সেঁটে দিতে পারেন। ওয়ালপেপারের গুণে সাদামাটা দেওয়াল আলমারিও হয়ে উঠতে পারে ঝকঝকে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com