কানের মধ্যে হঠাৎই ভোঁ ভোঁ , কিন্তু কেন?
প্রকাশ : ০৩ মার্চ ২০২৩, ০৯:৫২
কানের মধ্যে হঠাৎই ভোঁ ভোঁ , কিন্তু কেন?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

কানের মধ্যে ঝিঁঝিঁর শব্দ শুনতে পাওয়ার সমস্যা অনেকেরই রয়েছে। কানে ময়লা জমলেই এমন হয় বলে ধারণা অনেকেরই।


কিন্তু চিকিৎসকরা বলছেন, এই লক্ষণের নেপথ্যে রয়েছে বেশ কিছু শারীরিক সমস্যা।


অনেকের ক্ষেত্রে দেখা যায়, হঠাৎই এক অদ্ভুত সমস্যা শুরু। কানের মধ্যে সব সময়ই একটি শব্দ শুনতে পাচ্ছেন। মনে হচ্ছে যেন একনাগাড়ে ঝিঁঝিঁ পোকা ডেকে চলেছে। প্রথম দিকে হয়তো বিষয়টিকে পাত্তা দেন না, কিন্তু সপ্তাহখানেক পেরিয়ে যাওয়ার পরেও সমস্যা না কমায়, শুরু হয় চিন্তা।


এই সমস্যা অনেকেরই রয়েছে। কানে ময়লা জমলেই এমন হয় বলে ধারণা অনেকেরই। কিন্তু সত্যিই কি তাই? চিকিৎসকরা জানাচ্ছেন, তা একেবারেই নয়। বেশ কিছু রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে এটি।


থাইরয়েড


‘হাইপারথাইরয়েডিজ়ম’-এর সঙ্গে কানের সম্পর্ক আছে, এ বিষয়ে অনেকেই ওয়াকিবহাল নয়। চিকিৎসকরা জানাচ্ছেন, থাইরক্সিন হরমোন শ্রবণতন্ত্রের স্বাভাবিক বিকাশে সহায়তা করে। কিন্তু থাইরক্সিন হরমোন যখন প্রয়োজনের তুলনায় কম উৎপন্ন হয়, তখন তা শ্রবণক্ষমতাকেও প্রভাবিত করে। তাই থাইরয়েডের মাত্রা বাড়লে কান থেকে শব্দ শোনা যায়।


টিউমার


কানের মধ্যে ঝিঁঝিঁ শব্দ শোনার অন্যতম একটি কারণ হতে পরে টিউমার। কানে ‘ক্র্যানিয়াল টিউমার’ হলে এমন হতে পারে। এই টিউমার কানকে মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত করে স্নায়ুতে প্রভাব ফেলে। ফলে রক্ত চলাচল ব্যাহত হয়। এ সবের কারণেই কানে একটি অনুরণন সৃষ্টি হয়। যেটি অনুভূত হতে থাকে সারা ক্ষণ। এমন হলে অবহেলা না করে, অতি অবশ্যই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। চিকিৎসা শুরু না হলে শ্রবণশক্তি হারিয়ে ফেলার আশঙ্কা থাকে।


কানে বাড়তি হাড়ের জন্ম


কানের মধ্যবর্তী অবস্থানে অস্বাভাবিক ভাবে কোনও হাড় বেড়ে উঠলেও কানের মধ্যে এমন শব্দ হতে পারে। যার ফলে মস্তিষ্কের সঙ্গে যুক্ত কানের স্নায়ুগুলিতে কোনও সমস্যা তৈরি হয়। কানের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধির প্রথম লক্ষণই হল কান ভোঁ ভোঁ করা। ৫০ থেকে ৬০ বছর বয়সিদের মধ্যে এই সমস্যা বেশি হয়।


অতএব, কানে শব্দ হলে বিষয়টিকে হালকা করে না দেখে চিকিৎসকের পরামর্শ নিন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com