ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৯:৩৯
ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে শেরপুরের ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে আমিনুল ইসলাম বাদশা দোয়াত-কলম প্রতীকে ১৮ হাজার ৮৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


বুধবার (৮ মে) রাত সাড়ে ১০টায় উপজেলা নির্বাচন অফিস হলরুমে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহাম্মদ হুমায়ূন কবীর এ ফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ফারুক আহমেদ ফারুক পেয়েছেন ১৬ হাজার ৫২ ভোট।


এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম রুকন চশমা প্রতীকে ১৩ হাজার ২০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকের প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৯৯৪ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার, ফুটবল প্রতীকে ২০ হাজার ৮৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রজাপতি প্রতীকের প্রার্থী লাইলী বেগম পেয়েছেন ১১ হাজার ৯৭৫ ভোট।


অপরদিকে শ্রীবরদীতে চেয়ারম্যান পদে জাহিদুল হক জুয়েল ২৫ হাজার ১২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছালাহ উদ্দিন ছালেম পেয়েছেন ১৯ হাজার ১০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান- মো. হাফিজুর রহমান (তালা), প্রাপ্ত ভোট ১৩৬২৪। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জুবাইদুল ইসলাম (ঘুড়ি), প্রাপ্ত ভোট ১০৬৪১। মহিলা ভাইস চেয়ারম্যান-ফুলমালা (পদ্মফুল), প্রাপ্ত ভোট ৩১৯০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছা. লিপি বেগম (হাঁস), প্রাপ্ত ভোট ১৯৫৪০।


বিবার্তা/মনির/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com