২৮ আগস্ট নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী পদত্যাগ করেছেন। আইনজীবী সুজিত চ্যাটার্জি বাপ্পী প্রথমে আওয়ামী সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।
শেখ হাসিনা সরকারের পতনের পর অ্যাটর্নি জেনারেলসহ বেশিরভাগ আইন কর্মকর্তা পদত্যাগ করেন। তবে তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জিসহ কয়েকজন আইন কর্মকর্তা দায়িত্ব পালন করে আসছিলেন।
এ অবস্থায় গত ২৮ আগস্ট আগের নিয়োগ বাতিল করে নতুন করে ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। নতুন করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান সুজিত চ্যাটার্জি বাপ্পীও।
তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এই নিয়োগের পর সুজিত চ্যাটার্জি বাপ্পী, সাইফুদ্দিন খালেকসহ ১৫ আইন কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছেন আওয়ামী লীগ বিরোধী আইনজীবীরা। তারা এ ১৫ জনকে আওয়ামী ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করে আসছিলেন। তাদের আন্দোলনের মধ্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী প্রথম পদত্যাগ করলেন।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]