
সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুর ১টার দিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে, সোমবার (১৯ মে) দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা শহরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সাতক্ষীরা সদর থানার একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি নথিভুক্ত করে। এর সূত্র ধরে আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হন লায়লা পারভীন সেঁজুতি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]