উচ্চ হর্নে কানে সমস্যা: ক্ষতিপূরণ চেয়ে রিটের শুনানি রবিবার
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১৮:২৩
উচ্চ হর্নে কানে সমস্যা: ক্ষতিপূরণ চেয়ে রিটের শুনানি রবিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানী ঢাকায় উচ্চ শব্দের হর্ন ব্যবহারের ফলে রিকশাচালকসহ খেটে খাওয়া মানুষদের কানের সমস্যা হওয়ার কথা জানিয়ে ক্ষতিপূরণ চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে।


আগামী রবিবার (১৫ জানুয়ারি) এ বিষয়ে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চের শুনানি অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (১২ জানুয়ারি) হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান মনজিল মোরসেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


গত ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করা হয়।


এ বিষয়ে মনজিল মোরসেদ বলেন, রাজধানীতে কোটি মানুষের বসবাস। কাজের তাগিদে প্রতিনিয়ত রাস্তায় বের হতে হচ্ছে জনসাধারণকে। সাধারণ মানুষ অল্পসময় রাস্তায় থাকলেও বেশি সময় রাস্তায় কাজ করতে হয় রিকশাওয়ালা ও দিনমজুরসহ খেটে খাওয়া মানুষদের। এতে হর্নের উচ্চ শব্দ শুনতে হয় দিনের পর দিন। ফলে কানের ক্ষতি হচ্ছে তাদের। কানে শুনতে পাচ্ছেন না অনেকেই। এসব বিষয়ে পদক্ষেপ নিতে ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে এই রিট আবেদন করেছি।


তিনি আরও বলেন, রিটে অর্থ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আমাদের সংগঠনটি পরিবেশ ও মানবাধিকার নিয়ে কাজ করছে। তাই জনস্বার্থে আমরা এই রিট দায়ের করেছি।


বিবার্তা/রিয়াদ/এসএফ



সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com