শিরোনাম
রাজধানীতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল শুরু রবিবার
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৬, ১৭:৪৩
রাজধানীতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল শুরু রবিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শীর্ষস্থানীয় চাকরির ওয়েবসাইট বিডিজবসডটকম প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য তাদের নিজ নিজ ক্যাম্পাসে ক্যারিয়ার ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে।


এবার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য এ ফেস্টিভ্যালের আয়োজন করছে যৌথভাবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন আরএওডব্লিএ ও বিডিজবসডটকম। পাশাপাশি সাধারণ চাকরি প্রত্যাশীরাও এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন।


আগামীকাল রবিবার সকালে রাজধানীর মহাখালী ডিওএইচএস সংলগ্ন ‘রাওয়া কনভেনশন হলে’ দুই দিনব্যাপী এ ক্যারিয়ার ফেস্টিভালের উদ্বোধন করবেন এফবিসিসিআই সভাপতি জনাব আব্দুল মাতলুব আহমাদ।


৫০ টির অধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, ১৫০টির মত চাকরির অফার নিয়ে এ ক্যারিয়ার ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে চাকরি প্রত্যাশীরা সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে তাদের জীবন-বৃত্তান্ত জমা দিতে পারবে।


দ্বিতীয় দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো নির্বাচিত প্রার্থীদেরকে ইন্টারভিউ নিবে। চাকরি মেলার পাশাপাশি নিয়োগ ও আবেদন প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ের উপর দিনব্যাপী বিভিন্ন কর্মশালা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।



বিবার্তা/উজ্জ্বল/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com