শিরোনাম
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩৩১ জনকে চাকরি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৬, ১৫:১১
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৩৩১ জনকে চাকরি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাঁচ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৩৩১ জন বাংলাদেশী নাগরিককে নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।


পদের নাম: কম্পিউটার অপারেটর পদে ২৯ জন, সুপারভাইজার পদে ১১৪, ক্যাশিয়ার পদে ১৩২, ডাটা এন্ট্রি অপারেটর পদে ৫৪ জন এবং ড্রাইভার পদে দুজনকে নিয়োগ দেয়া হবে। একজন প্রার্থী সর্বোচ্চ দুটি পদের জন্য আবেদন করতে পারবেন।


শিক্ষাগত যোগ্যতা: পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কয়েকটি পদের জন্য প্রার্থীদের স্নাতকের পাশাপাশি কম্পিউটার বিষয়ক এক বছরের ডিপ্লোমা ডিগ্রিও চাওয়া হয়েছে।


কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর ও ড্রাইভার পদের জন্য প্রার্থীদের বিভিন্ন মেয়াদে অভিজ্ঞতা থাকতে হবে। শুধু কম্পিউটার অপারেটর পদের জন্য সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিন্তু অন্যান্য পদে আবেদনের জন্য কেবল বিজ্ঞপ্তিতে উল্লেখিত জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।


প্রার্থীর বয়স: প্রার্থীর বয়স ২০১৬ সালের ১ ডিসেম্বর অনুযায়ী সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী ও প্রতিবন্ধীদের জন্য বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত গ্রহণযোগ্য।


আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ওয়েবসাইট (rakub.isoftgo.com/) থেকে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদন করতে হবে।



বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com