
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক (জেনারেল) পদে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় অফার লেটার পাঠানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী পরিচালক (জেনারেল), পদে নিয়োগের উদ্দেশ্যে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে গৃহীত লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ এবং চূড়ান্তভাবে নির্বাচিত ২২৪ জন প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানা বরাবর অফার লেটার পাঠানো হয়েছে।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে নিজেদের সিভি আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নিজ নিজ অফার লেটারের কপি ও সংশ্লিষ্ট কাগজপত্র ২৫ জুলাই থেকে ডাউনলোড করতে পারবেন।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ২০ আগস্টের মধ্যে পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকায় রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী রিপোর্ট না করলে তার নিয়োগ বাতিল হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিবার্তা/রাসেল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]