
দেশের বিভিন্ন অঞ্চলের ২৮টি সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি এবং পদায়ন পেতে অনলাইনে আবেদনের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী ২০ ডিসেম্বর থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হবে। চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৪-২০তম ব্যাচের কর্মকর্তারা এ পদে আবেদন করতে পারবেন।
১৭ ডিসেম্বর, রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৪-২০তম ব্যাচের সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পর্যায়ের আগ্রহী কর্মকর্তাদের ২৮টি কলেজে অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে বদলি বা পদায়নের জন্য আগামী ২০ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ই-মেইলে ([email protected]) আবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]