সমন্বিত ১০ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা ২৩ ডিসেম্বর
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৬
সমন্বিত ১০ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা ২৩ ডিসেম্বর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (সাধারণ)–এর ২ হাজার ৭৭৫টি শূন্য পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসার (সাধারণ) পদের প্রিলিমিনারি পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা ওই দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।


প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com