শিরোনাম
নেপালে শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ২৩
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০১৮, ১৩:২৮
নেপালে শিক্ষাসফরের বাস খাদে পড়ে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

নেপালের পশ্চিমাঞ্চলে শিক্ষাসফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাদে পড়ে ২৩ জন নিহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে।


কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমের দুর্গম দাং জেলা থেকে ঘোরানি শহরে ফেরার পথে শুক্রবার তুলসিপুরের কাছে পাহাড়ি রাস্তা থেকে বাসটি ৭০০ মিটার নিচে পড়ে যায়।


হতাহতরা সবাই কৃষ্ণ সেন ইছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী। উদ্ভিদবিদ্যা বিষয়ক শিক্ষা সফরের অংশ হিসেবে তারা দাংয়ের একটি কৃষিখামার দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই বাসটি দুর্ঘটনায় পড়ে।


স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহ বলেছেন, সড়ক থেকে প্রায় ৭০০ মিটার নিচে পড়ে যায় বাসটি। আমরা ১৬ জনের লাশ উদ্ধার করতে পেরেছি। তাদের মধ্যে তিনজন নারী রয়েছে।


নিহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৬ থেকে ২০ বছরের মধ্যে। দুর্গম এলাকায় ঘটা এই দুর্ঘটনায় বাসের চালক ও দুই শিক্ষকও মারা গেছে।


বাসে ৩৭ আরেহী ছিল। এদের মধ্যে ২২ জন ঘটনাস্থলে ও একজন কাছের একটি হাসপাতলে নেয়ার পর মারা গেছে। এই ঘটনায় আহত ১৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।


পুলিশ কর্মকর্তা বেল বাহাদুর পান্ডে বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে দ্রুত গতিতে গাড়িটি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। সুত্র: এএফপি ও আল জাজিরা


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com