শিরোনাম
বাণিজ্য যুদ্ধ বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও চীন
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০১৮, ১৫:১১
বাণিজ্য যুদ্ধ বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার নতুন করে শুল্ক আরোপ না করার ব্যাপারে সম্মত হয়েছেন। তারা তাদের মধ্যে চলা তিক্ত ‘বাণিজ্য যুদ্ধ’ ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।


বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ দুটি’র মধ্যকার বাণিজ্য যুদ্ধ যেন আর বৃদ্ধি না পায় সে জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।


আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে শনিবার জি-২০ সম্মেলন শেষে দেশ দুটির প্রেসিডেন্টের মধ্যে শীর্ষ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। প্রায় আড়াই ঘণ্টার এ বৈঠকে দুই নেতার সঙ্গে তাদের উপদেষ্টারাও ছিলেন।


হোয়াইট হাউস জানিয়েছে, ভোজসভায় দুই ঘন্টার বেশি সময় এই দুই নেতার মধ্যে আলোচনা হয়। দুই নেতার মধ্যে সমঝোতার কারণে ১ জানুয়ারি থেকে ধার্য হতে যাওয়া ১০% থেকে ২৫% বর্ধিত শুল্ক যুক্তরাষ্টের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে।


এই চুক্তির কারণে বিশ্ব বাজারে বাণিজ্য যুদ্ধের তীব্রতা হ্রাস পাবে। হোয়াইট হাউস দুই নেতা এই বৈঠককে ‘অত্যন্ত সফল’ বলে অভিহিত করেছে। ওই পদক্ষেপ এখনি কার্যকর করা হচ্ছে না বলেও জানিয়েছে হোয়াইট হাউস।


এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চুক্তিটি দুই দেশের মধ্যে আরো অর্থনৈতিক সংঘাত ঠেকাতে কার্যকরভাবে সক্ষম হবে।


এর আগে শনিবার জি-২০ সম্মেলনে শিল্পোন্নত দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাদের আনুষ্ঠানিক ঘোষণায় বিশ্ব বাণিজ্য সংস্থাকে ঢেলে সাজানোর আহবান জানান। সূত্র: এএফপি ও রয়টার্স


বিবার্তা/জাকিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com