শিরোনাম
চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে নিহত ২২
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৮, ১০:৫৯
চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে নিহত ২২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের উত্তরাঞ্চলে একটি রাসায়নিক কারখানার কাছে বুধবার শক্তিশালী বিস্ফোরণের ২২ জন নিহত ও আরো ২২ জন আহত হয়েছে। এই অঞ্চলেই ২০২২ সালের শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে। স্থানীয় কর্তৃপক্ষ একথা জানায়।


বেইজিং থেকে প্রায় ২শ’ কিলোমিটার উত্তরাঞ্চলীয় হেবাই প্রদেশের ঝাংজিয়াকোউ নগরীর হেবেই শেংহুয়া কেমিক্যাল কোম্পানির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।


স্থানীয় প্রচার বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোর অ্যাকাউন্টে বলা হয়, এই বিস্ফোরণে ছোটবড় ৫০টি ট্রাক পুড়ে গেছে। স্থানীয় সময় রাত ১২টা ৪১ মিনিটে এটি ঘটে। বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।


রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিজিটিএন পরিবেশিত খবরে পুড়ে যাওয়া ট্রাকগুলো ও দমকল কর্মীদের কাজ করতে দেখা গেছে। বিস্ফোরণে কারখানার কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।


এর আগে ২০১৫ সালের আগস্টে দেশটির বন্দরনগরী তিয়ানজিনে কেমিক্যাল গুদামের বিস্ফোরনে ১৬৫ জন মানুষ মারা গিয়েছিল। চীনের সরকারি তদন্ত এক প্রতিবেদনে বলা হয়, সঠিকভাবে ক্ষতিকর রাসায়নিক উপাদান মজুদ না করায় ওই বিস্ফোরণ ঘটে। সূত্র: এএফপি ও রয়টার্স


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com