শিরোনাম
সিরিয়ার আইএসের হামলায় মার্কিন জোট সমর্থিত ৪৭ যোদ্ধা নিহত
প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৮, ১৪:১৭
সিরিয়ার আইএসের হামলায় মার্কিন জোট সমর্থিত ৪৭ যোদ্ধা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার পূর্বাঞ্চলে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) পাল্টা হামলায় দুই দিনে যুক্তরাষ্ট্র সমর্থিত জোটের অন্তত ৪৭ নিহত হয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থা একথা জানিয়েছে।


মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থিত কুর্দিদের সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স (এসডিএফ) ইরাকী সীমান্তবর্তী দিয়ের এজোর প্রদেশ থেকে জঙ্গিদের বিতাড়িত করতে লড়াই চালিয়ে যাচ্ছে।


ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শনিবার আইএস জঙ্গিরা তিনটি পৃথক স্থানে হামলা চালিয়েছে। আল-বাহরা, গরাঞ্জি ও আল-তানাক তেলক্ষেত্রের কাছের একটি গ্রামে এ পাল্টা হামলা চালানো হয়।


এসডিএফ মুখপাত্র মুস্তাফা বালি এই তিনটি স্থানে আইএসের এ হামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দিনভর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। কুর্দি নেতৃত্বাধীন স্থলবাহিনী জোটের বিমান বাহিনীর সহায়তা পেয়েছে।


পর্যবেক্ষণকারী সংস্থার প্রধান রামি আব্দেল রহমান বলেন, এই লড়াইয়ে শুধু শনিবারেই ২৯ এসডিএফ যোদ্ধা নিহত হয়। গত দুইদিনে অন্তত ৪৭ যোদ্ধা প্রাণ হারিয়েছে। এই লড়াইয়ে ৩৯ আইএস জঙ্গি নিহত হয়েছে। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com