শিরোনাম
মক্কায় বন্যা, জলাবদ্ধতা
প্রকাশ : ২৪ নভেম্বর ২০১৮, ১৬:১৯
মক্কায় বন্যা, জলাবদ্ধতা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

উপরের ছবিটা দেখে কী মনে হচ্ছে ! মনে হচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশের ঢাকা বা চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার ছবি এটি। তা যদি না-ও হয়, তাহলে ভারত কিংবা নিয়মিত বৃষ্টিপাত হয় - এমন কোনো দেশ। কিন্তু যদি বলা হয়, এটা এক মরুর দেশের ছবি, বিশ্বাস হবে?


না-হওয়ারই কথা। এটা সউদি আরবের পবিত্র মক্কা নগরীর গত শুক্রবারের একটি দৃশ্য। সেদিন তুমুল বৃষ্টিতে মক্কায় প্রবল জলাবদ্ধতা সৃষ্টি হয়, জায়গায়-জায়গায় আটকে পড়ে যানবাহন ও মানুষ। তাদের উদ্ধারে ডাকা হয় সিকিউরিটি অ্যাভিয়েশন বিভাগকে। তারা বেসামরিক প্রতিরক্ষা বিভাগের সহায়তায় হেলিকপ্টার নিয়ে নেমে পড়ে বেনোজলে আটকাপড়া মানুষজনকে উদ্ধারে।


সিকিউরিটি অ্যাভিয়েশন জেনারেল কমান্ড জানায়, প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় আল-লীথ উপত্যকায় একটি ট্রাকের ওপর আটকে পড়েছিল দু'জন প্রবাসী ভারতীয় কর্মী। তাদের উদ্ধারে হেলিকপ্টার থেকে নামিয়ে দেয়া হয় দু'টি ঝুড়ি। তারা ঝুড়িতে উঠে বসলে হেলিকপ্টার তাদের উড়িয়ে নিরাপদ স্থানে পৌঁছে দেয়।


আল-বাহায়ও বন্যায় বিভিন্ন স্থানে লোকজন আটকা পড়ে, আর বেসামরিক প্রতিরক্ষা টিমগুলো এরকম নয়জনকে উদ্ধার করে।


মক্কা প্রদেশে পরিস্থিতি পর্যবেক্ষণ ও আটকে পড়া লোকজনকে উদ্ধারে হেলিকপ্টারের ওড়াউড়ি অব্যাহত রয়েছে।


এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাহাড়ী সড়কগুলোতে যান চলাচল স্থগিত করেছে বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com