শিরোনাম
ডিসেম্বরে তেল রফতানি কমাবে সউদি আরব
প্রকাশ : ১২ নভেম্বর ২০১৮, ১৮:৪৪
ডিসেম্বরে তেল রফতানি কমাবে সউদি আরব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সউদি আরব আগামি মাসে অর্থাৎ ডিসেম্বরে তেল রফতানি কমাবে। উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়ানোর লক্ষ্যে রবিবার আবু ধাবিতে প্রধান তেল-রফতানিকারক দেশগুলোর বৈঠকশেষে সউদি আরব এ কথা জানায়।


সউদি জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহ সাংবাদিকদের বলেন, বিশ্বের প্রধান তেল-রফতানিকারক দেশগুলো গত অক্টোবর থেকে প্রতিদিন ১,৭০০ কোটি ব্যারেল তেল উত্তোলন করে আসছে। সউদি আরব আগামী মাসে প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল কম রফতানি করবে।


এর আগে সউদি মন্ত্রী বলেছিলেন, উৎপাদন হ্রাসের বিষয়ে তেল-রফতানিকারক দেশগুলো এখনো কোনো ঐকমত্যে পৌঁছায়নি। আমাদের সবদিক বিবেচনা করতে হবে। সূত্র : সউদি গেজেট


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com