শিরোনাম
কঙ্গোতে ইবোলায় ২ শতাধিক মানুষের মৃত্যু
প্রকাশ : ১১ নভেম্বর ২০১৮, ১২:৫১
কঙ্গোতে ইবোলায় ২ শতাধিক মানুষের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

কঙ্গোর পূর্বাঞ্চলে ইবোলায় আক্রান্ত হয়ে দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে। আক্রান্তদের অর্ধেক নর্থ কিভু অঞ্চলের বেনি শহরে। শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে।


মন্ত্রণালয় জানিয়েছে, এই ভাইরাসে ২০১ জন মারা গেছে বলে তাদের কাছে তথ্য আছে। আগস্ট মাসে এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এখন পর্যন্ত ২৯১ জন আক্রান্ত হয়েছে।


বেনি শহরে আট লাখ লোকের বাস হলেও মাত্র ২৫ হাজার লোক টিকা কার্যক্রমের আওতায় এসেছে।


দেশটির স্বাস্থ্যমন্ত্রী ওলি ইলুঙ্গা বলেন, এই রোগ প্রতিরোধকারী দলের সদস্যদের শারীরিকভাবে হামলা, তাদের সরঞ্জামাদি ধ্বংস ও অপহরণ করা হয়। এমনকি আমাদের র‌্যাপিড রেসপন্স মেডিকেল ইউনিটের দুই সহকর্মীকে মেরে ফেলা হয়েছে।


বিদ্রোহীদের হামলার মুখে সেপ্টেম্বর মাসে বেনি শহরে টিকাদন কর্মসূচি স্থগিত করা হয়।


১৯৭৬ সালে কঙ্গোতে প্রথম ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বাদুড় বিশেষত ফলখেকো বাদুড়কে এই ভাইরাসের বাহক হিসেবে মনে করা হয় এবং প্রাথমিকভাবে মানুষ থেকে মানুষে বা প্রাণী থেকে মানুষে শরীর নির্গত তরলের মাধ্যমে ছড়ায়। এই ভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুহার অনেক বেশি (প্রায় ৮৩-৯০%)।


২০১৩-২০১৫ সালে পশ্চিম আফ্রিকার গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিয়নসহ কয়েকটি দেশে মহামারী আকারে ছড়িয়ে পড়ে। এতে তখন প্রায় ২৮ হাজার ৬১৬ জন আক্রান্ত হয় এবং ১১ হাজার ৩১০ জন মারা যায়। সূত্র: এএফপি ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com