শিরোনাম
ভারতীয় সিরিয়াল ও সিনেমা নিষিদ্ধ পাকিস্তানে
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৮, ১১:৫৩
ভারতীয় সিরিয়াল ও সিনেমা নিষিদ্ধ পাকিস্তানে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের স্থানীয় কোনো টিভি চ্যানেলে ভারতীয় সিরিয়াল ও সিনেমা দেখানো যাবে না। দেশেটির সুপ্রিম কোর্ট শনিবার এক রায়ে ভারতীয় সিনেমা ও টিভি শো প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে।


পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নাসির এই রায় দেন। পাকিস্তানের ইউনাইটেড প্রডিউসার অ্যাসোসিয়েশনের তরফে একটি মামলা দায়ের করা হয়। সেখানে পাক চ্যানেলে বিদেশি সিরিয়াল বা সিনেমা প্রদর্শন নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়।


প্রধান বিচারপতি বলেছেন, পাকিস্তানের মধ্যদিয়ে প্রবাহিত নদীগুলোতে ভারতের বাঁধ নির্মাণের কারণে তাদের চ্যানেলগুলো নিষিদ্ধের সিদ্ধান্তটি সমর্থনযোগ্য।


রায় ঘোষণার সময় সাকিব নাসির বলেন, ভারত যদি বাঁধ নির্মাণে করে পাকিস্তানমুখি পানির প্রবাহ সঙ্কুচিত করতে পারে তাহলে কি পাকিস্তান সেদেশের চ্যানেলের উপর নিষেধাজ্ঞা জারি করতে পারব না? এরপরই তিনি নিষেধাজ্ঞা জারি করেন।


তবে প্রধান বিচারপতি শর্তসাপেক্ষে ভারতীয় সিরিয়াল বা সিনেমা দেখানোর অনুমতি দিয়েছেন৷ সেটি হল, সেই প্রোগ্রামটি অবশ্যই পাকিস্তানে প্রদর্শনে উপযুক্ত হতে হবে।


এর আগে ২০১৬সালে পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি সেখানকার চ্যানেল ও রেডিওতে ভারতীয় সিরিয়াল ও সিনেমা প্রদর্শনের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করে। পাল্টা ভারতের কিছু জায়গাতেও পাকিস্তানি চ্যানেলকে পুরোপুরি বন্ধ করে দেয়া হয়। এমনকী পাক শিল্পীদেরও ভারতে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দল আপত্তি তোলে।


পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়ার সেই নিষেধাজ্ঞার বিপক্ষে গিয়ে ২০১৭ সালে লাহোর হাইকোর্ট তা প্রত্যাহার করে নেয়। সূত্র: কলকাতা২৪/৭


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com