শিরোনাম
গভর্নরের দেহরক্ষীর গুলিতে পুলিশপ্রধান নিহত
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৮, ২০:১৪
গভর্নরের দেহরক্ষীর গুলিতে পুলিশপ্রধান নিহত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের কান্দাহার প্রদেশের গভর্নরের এক দেহরক্ষীর গুলিতে বৃহস্পতিবার নিহত হয়েছেন আফগানিস্তানের অন্যতম ক্ষমতাশালী নিরাপত্তা কর্মকর্তা, প্রাদেশিক পুলিশপ্রধান জেনারেল আবদুল রাজিক।


শীর্ষ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠক শেষে এ ঘটনা ঘটে। বৈঠকে আফগানিস্তান মিশনে মার্কিন বাহিনী ও ন্যাটোর যৌথ কমান্ডার জেনারেল স্কট মিলার, কান্দাহারের গভর্নর জালমায় ওয়েসা এবং কান্দাহারের প্রাদেশিক গোয়েন্দা বাহিনীর প্রধান আবদুল মোহমিনও উপস্থিত ছিলেন।


হামলায় প্রাদেশিক গোয়েন্দাপ্রধান মোহমিন এবং এক আফগান সাংবাদিক মারা গেছেন বলেও জানা গেছে।


তবে এ হামলায় জেনারেল মিলার অক্ষত রয়েছেন। আহত ১৩ জনের মধ্যে গভর্নরও রয়েছেন।


ঘটনার পরপরই দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে তালিবান। তাদের দাবি, মিলার ও রাজিকই ছিলেন হামলার মূল লক্ষ্য।


আফগানিস্তানের জাতীয় নির্বাচনের দু'দিন আগে এ হামলা ঘটলো।


কান্দাহার থেকে নির্বাচিত পার্লামেন্টারিয়ান খালিদ পশতুন জানিয়েছেন, হামলাকারী সবার আগে রাজিককেই গুলি করে।


২০১১ সাল থেকে কান্দাহার পুলিশের প্রধানের দায়িত্ব পালন করছেন রাজিক। একটি গোপন নির্যাতন কেন্দ্র পরিচালনাসহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ২০১৭ সালে জাতিসংঘের নির্যাতনবিরোধী কমিটি নির্যাতন ও গুমের অভিযোগে জেনারেল রাজিকের বিচারের আহ্বান জানায়। তবে রাজিক বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে এসেছেন।


তালিবানদের হাত থেকে দেশটির দক্ষিণাঞ্চল সুরক্ষায় মার্কিন সেনাবাহিনীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন রাজিক।


গত বছর কান্দাহারে এক হামলায় সংযুক্ত আরব আমিরাতের পাঁচ কূটনীতিক প্রাণ হারালেও রাজিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।


বিবার্তা/হুমায়ুন/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com