শিরোনাম
ফ্রান্সে আকস্মিক বন্যা, নিহত ১২
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৮, ১৮:০৮
ফ্রান্সে আকস্মিক বন্যা, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যার ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় বেশকিছু ঘরবাড়িসহ ভেসে গেছে অসংখ্য গাড়ি।


রয়টার্সের খবরে বলা হয়েছে, সে সময় দেশটির দক্ষিণাঞ্চলীয় এলাকার দুটি খাল এবং স্থানীয় ওউদি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় মধ্যবর্তী পর্যটন নগরী ত্রেবেসের বাসিন্দারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।


প্রায় সাত মাস পর গত রবিবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় রাতে কয়েক ঘণ্টা যাবত টানা বৃষ্টিপাতের কারণে এই আকস্মিক বন্যার সৃষ্টি হয়। সে সময় অসংখ্য ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অন্তত কয়েক হাজারের বেশি মানুষ নিজেদের ঘর ছাড়তে বাধ্য হন। ইতোমধ্যে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। যারা নিজ বাড়িতে অবস্থান করছেন তাদের সেখান থেকে বের না হওয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে।


এদিকে, বন্যার কারণে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার মন্ত্রিসভা রদবদলের কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছেন।


উল্লেখ্য, এরইমধ্যে প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপ্পে বন্যা কবলিত এলাকায় এসে পৌঁছেছেন। সেখানে তিনি জরুরি সেবা কার্যক্রম চালু করেছেন আর প্রায় সাড়ে ৩০০ উদ্ধারকর্মী ওসব এলাকায় কাজে নেমেছে। সূত্র : রয়টার্স


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com