শিরোনাম
সংঘাত ও রক্তপাত হ্রাসে ইদলিব চুক্তি: আসাদ
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৮, ১৪:৫৫
সংঘাত ও রক্তপাত হ্রাসে ইদলিব চুক্তি: আসাদ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, সিরিয়ার সর্বশেষ বড় বিদ্রোহী ঘাঁটি ইদলিব বিষয়ে রাশিয়া ও তুরস্কের মধ্যে যে চুক্তি হয়েছে তা অস্থায়ী ব্যবস্থা এবং তার সরকারের লক্ষ্য হলো পুরো দেশে নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা।


দেশটির রাজধানী দামেস্কে ক্ষমতাসীন বাথ পার্টির কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে রবিবার তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ কথা জানিয়েছে।
আসাদ বলেছেন, এই চুক্তি একটি অস্থায়ী পদক্ষেপ। এর মাধ্যমে ওই অঞ্চলে সংঘাত ও রক্তপাত হ্রাসে রাষ্ট্র বড় ধরনের সফলতা পেয়েছে।


গত ১৭ সেপ্টেম্বর সিরীয় সরকারের মিত্র মস্কো ও বিদ্রোহীদের পক্ষ আঙ্কারা ইদলিব প্রদেশে ও আশপাশের এলাকাগুলোর ১৫ থেকে ২০ কিলোমিটার এলাকাজুড়ে একটি বাফার জোন গঠনের মাধ্যমে সরকারি বাহিনীর ব্যাপক হামলা বন্ধে এ চুক্তি করে।


আসাদের উদ্ধৃতি দিয়ে সানা জানায়, এই প্রদেশ ও অন্য যে সব অঞ্চল এখনো সন্ত্রাসীদের দখলে রয়েছে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা হবে।


তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ইদলিব প্রদেশসহ এখনো বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা তার দেশের বাকি এলাকাগুলো শেষ পর্যন্ত সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে আসবে। আর এর মাধ্যমে ফিলিস্তিন বিষয়ক যুক্তরাষ্ট্রের ‘শতাব্দির সেরা চুক্তি’ পরিকল্পনা ব্যর্থ হবে।


ইদলিবের অর্ধেকেরও বেশি অঞ্চল আল-কায়েদা সমর্থিত হায়াত তাহরির আল-শাম নামের একটি বিদ্রোহী গোষ্ঠীর দখলে রয়েছে। অন্যান্য এলাকার অধিকাংশই তুর্কি সমর্থিত বিদ্রোহীদের দখলে রয়েছে। সূত্র: এএফপি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com