শিরোনাম
ডিআর কঙ্গোতে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৫০
প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৮, ১০:০০
ডিআর কঙ্গোতে তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ৫০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ডিআর কঙ্গোর পশ্চিমাঞ্চলে একটি তেলবাহী ট্যাঙ্কারের সাথে একটি বাসের সংঘর্ষে অন্তত ৫০ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। হতাহতরা সবাই আগুনে দগ্ধ হয়েছে।


রাজধানী কিনশাসা থেকে ১৩০ কিলোমিটার দূরে কিসান্তু শহরের কাছে হাইওয়েতে শনিবার এই দুর্ঘটনা ঘটে।


কঙ্গোর মধ্যাঞ্চলীয় প্রদেশের ডেপুটি গভর্নর আতু মাতুবুয়ানা বলেছেন, আগুনে একশজন দগ্ধ হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার শিকার ব্যক্তিদের সাহায্যে সম্ভাব্য সবকিছুই করছে সরকার।


তিনি আরো বলেন, কর্মকর্তারা দগ্ধ মৃতদেহ শনাক্তের কাজ করছে এবং তাদের সমাহিত করার প্রস্তুতি নিচ্ছে।


জাতিসংঘের ওকাপি রেডিও বলেছে, তেলের ট্যাঙ্কারটি বিস্ফোরণের পর আগুন দ্রুত আশপাশের বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে।


স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তারা ৫৩টি অগ্নিদগ্ধ মৃতদেহ দেখেছেন।


দীর্ঘদিনের যুদ্ধের পর মধ্য আফ্রিকার দেশগুলোর রাস্তাগুলো অবহেলিতই থেকেছে। এছাড়া দেশটিতে তেলবাহী ট্রাকের দুর্ঘটনার মাত্রা বেশি।


২০১০ সালে ডিআর কঙ্গোতে এ ধরনের একটি তেলবাহী ট্যাংকার উল্টে বিস্ফোরণ ঘটলে অন্তত ২৩০ জন নিহত হয় এবং একটি গ্রামের কিছু অংশে আগুন ধরে যায়। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com