শিরোনাম
‘দেশ চালানোর টাকা নেই পাক সরকারের’
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২২:৪১
‘দেশ চালানোর টাকা নেই পাক সরকারের’
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের অর্থনীতিকে শক্তিশালী করাকে সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান। এ জন্য সরকার যেমন জনগণের পাশে আছে তেমনি জনগণকেও সরকারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।


দেশটির আমলাদের সঙ্গে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।


আমলাদের ওই অনুষ্ঠানে ইমরান খান বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সরকারের কাছে দেশ চালানোর মতো টাকাই নেই।


পাকিস্তান বর্তমানে ঋণের বোঝায় ডুবে আছে মন্তব্য করে তিনি বলেন, পাকিস্তানকে ঋণের বোঝা থেকে বেরিয়ে আসতেই হবে। আমাদের নিজেদের ও দেশের দ্রুত পরিবর্তন প্রয়োজন।


তিনি আরও বলেন, সরকার যেমন সাধারণ মানুষের দায়িত্ব নেবে, ঠিক তেমনই সাধারণ মানুষকেও সরকারকে আপন করে নিতে হবে। হয়তো আল্লাহ পরিবর্তন চেয়েছেন বলেই এই সমস্যায় ফেলেছেন।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com