শিরোনাম
ইয়েমেন এখন শিশুদের জন্য নরক : ইউনিসেফ
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৫
ইয়েমেন এখন শিশুদের জন্য নরক : ইউনিসেফ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘ইয়েমেন এখন শিশুদের জন্য নরকে পরিণত হয়েছে’- বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।


ইউনিসেফের প্রতিবেদনের জানা গেছে, দেশটির এক কোটি ১০ লাখ শিশু চরম খাদ্য সংকট ও নানা ধরনের অসুখে ভুগছে। এদের অনেকেই ঘরবাড়ি হারিয়ে শরণার্থীতে পরিণত হয়েছে।


আন্তর্জাতিক ত্রাণ সংস্থা `সেভ দ্য চিলড্রেন` বলেছে, প্রায় ৪০ লাখ শিশু এতটাই খাদ্য সংকটে রয়েছে যে, তাদের খাদ্যের ব্যবস্থা করতে না পারলে মৃত্যুর ঝুঁকি থেকে যাবে। হুদায়দা বন্দরে সামরিক সংঘাত ইয়েমেনের লাখ লাখ শিশুর খাদ্য সরবরাহের ক্ষেত্রে হুমকি হয়ে উঠেছে।


গত ১৩ জুন থেকে হুদায়দা বন্দর দখলের লক্ষ্যে ব্যাপক হামলা শুরু করেছে। ইয়েমেন মানবিক ত্রাণ সরবরাহের প্রধান পথ হচ্ছে হুদায়দা বন্দর। সূত্র : আল জাজিরা


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com