শিরোনাম
পাক শীর্ষ কর্মকর্তাদের প্রথম শ্রেণির বিমান ভ্রমণ নিষিদ্ধ
প্রকাশ : ২৫ আগস্ট ২০১৮, ১৪:২০
পাক শীর্ষ কর্মকর্তাদের প্রথম শ্রেণির বিমান ভ্রমণ নিষিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পরিবর্তনের বার্তা নিয়ে ক্ষমতায় আসা পাকিস্তানের নয়া প্রধানমন্ত্রী ইমরান খান শুরুতেই পরিবর্তনের আত্মপ্রকাশ ঘটিয়েছেন।


দেশটির মন্ত্রিসভার সদস্যসহ শীর্ষ কর্মকর্তাদের প্রথম শ্রেণির বিমানে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। কাজেই এখন থেকে দেশটির প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী ও জাতীয় পরিষদের সদস্যদের নিজস্ব তহবিল বন্ধ ঘোষণা করা হয়েছে।


এ ছাড়া সরকার প্রধান, প্রধান বিচারপতি, সিনেট চেয়ারম্যান ও জাতীয় পরিষদের সদস্যদের প্রথম শ্রেনির বিমান ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে।


গত এক সপ্তাহের মধ্যে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সরকারের আমলে পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বড় বড় পরিবহন প্রকল্পগুলোতে নিরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


বৈঠকে সিদ্ধান্ত হয় যে প্রধানমন্ত্রী কেবল দেশের ভেতরে ভ্রমণের জন্য অফিসের বিমান ব্যবহার করতে পারবেন।


এদিকে সাপ্তাহিক ছুটি দুইদিনের বদলে একদিনে নিয়ে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মন্ত্রিপরিষদ। তার বদলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।


দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণের পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু আমরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণের কথা ভাবছি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com