শিরোনাম
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন স্কট মরিসন
প্রকাশ : ২৪ আগস্ট ২০১৮, ১০:৩৪
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন স্কট মরিসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন স্কট মরিসন। দলের সিনিয়র নেতাদের সমর্থন হারিয়ে পদত্যাগের চাপে পড়া ম্যালকম টার্নবুলকে হটিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া মরিসন, টার্নবুলের বিশ্বস্ত সহকর্মী কোষাধ্যক্ষ ছিলেন।


অভ্যন্তরীণ এক ভোটে সদ্য অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে সরে যাওয়া পিটার ডাটনকে ৪৫-৪০ ভোটে হারিয়ে মরিসন অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বিষয়টি নিশ্চিত করেছেন লিবারেল পার্টির হুইপ নোলা মারিনো। যদিও ‘নেতৃত্বের’ এই প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেননি টার্নবুল।


সম্প্রতি কয়েকটি উপ-নির্বাচনে হেরে যায় টার্নবুলের লিবারেল পার্টি। এছাড়া জনমত জরিপে দেখা যায় টার্নবুলের প্রতি আস্থা হারিয়েছেন মানুষ। এতে দলের শীর্ষ নেতাদের চাপের মুখে পড়েন তিনি।


নির্বাচনের ফলাফলের পর মরিসনকে অভিনন্দন জানিয়ে ডাটন বলেন, এখন আমার দায়িত্ব হলো তাকে (মরিসন) পূর্ণ সহযোগিতা করা। তবে টার্নবুল ও আরেক প্রতিদ্বন্দ্বী বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিশপ প্রাথমিকভাবে কোনো মন্তব্য করেননি।


গত এক দশক ধরে রাজনৈতিক নেতৃত্বের সংকটে ‘ভুগছে’ অস্ট্রেলিয়া। সম্প্রতি সময়ে দেশটির কোনো প্রধানমন্ত্রী সফলভাবে পূর্ণ তিন বছর মেয়াদ শেষ করতে পারেননি।


বিবার্তা/তৌহিদ/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com