শিরোনাম
আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫
প্রকাশ : ০১ আগস্ট ২০১৮, ১৭:৫২
আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের একটি সরকারি ভবনে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন।


এক আত্মঘাতী হামলাকারী মঙ্গলবার সন্ধ্যায় ভবনটির প্রবেশ পথে বিস্ফোরণ ঘটায়। এর পর ৪০ জনকে জিম্মি করে বন্দুকধারীরা। তবে কোনো গোষ্ঠি এ হামলার দায় স্বীকার করেনি।


প্রতক্ষ্যদর্শী এক পথচারী জানান, শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ের ব্যবহার করা একটি ভবনের সামনে কালো একটি গাড়ি এসে থামে। গাড়িটিতে তিন আরোহী ছিল, তাদের মধ্যে এক বন্দুকধারী বের হয়ে এসে আশপাশে গুলিবর্ষণ শুরু করে।


অপর এক হামলাকারী ভবনটির গেইটের কাছে গিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এ সুযোগে তার সঙ্গী অপর দুই বন্দুকধারী ভবনটিতে ঢুকে পড়ে।


আফগানিস্তানে কর্মরত মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল রেসক্যিউ কমিটি জানিয়েছে, এ ঘটনায় নিহতদের মধ্যে তাদের এক পানি ও জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মী রয়েছেন।


দেশটির প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, কয়েক ঘন্টা ধরে টানা গোলাগুলি ও বিস্ফোরণে দুই বন্দুকধারীসহ অন্তত ১৫ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।


উদ্ধারকারীরা ভবনটিতে তল্লাশি চালাচ্ছেন ফলে মোট হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি। সূত্র : আলজাজিরা


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com