শিরোনাম
শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ১০
প্রকাশ : ২৯ জুলাই ২০১৮, ১১:৪৭
শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্র দ্বীপ প্রদেশ লোম্বকে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১০ জন নিহত ও ৪০জন আহত হয়েছে।


যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূ-তাত্তিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের গভীরতা ছিলো সাত কিলোমিটার ব্যাপী। স্থানীয় সময় রবিবার সকাল ৬টা ৪৭ মিনিটে দেশটিতে আঘাত হানে।


বালি থেকে প্রায় ১শ’ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত লোম্বক। ভূমিকম্পে সেখানে বহু ভবন ধসে পড়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


ভূমিকম্পের সূত্রপাত হয় লোম্বক থেকে ৫০ কিলোমিটার দুরবর্তী মাতারাম নগরী এলাকায়। কর্তৃপক্ষ ভূমিকম্পের পর পর্যটন এলাকায় পাহাড়ে উঠার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।



টুইটারে দেয়া এক পোস্টে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র লিখেছেন, ভবনধসের বিপদ এড়াতে মানুষ রাস্তা ও খালি মাঠে জড়ো হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা।


টুইটারে কয়েকটি ছবিও দিয়েছেন তিনি, যেখানে ভূমিকম্পে ধসে পড়া ভবন ও ধ্বংসস্তূপ দেখা যাচ্ছে। সূত্র: এএফপি ও বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com