শিরোনাম
বাংলাদেশের মেডিকেলে নেপালি ছাত্রীদের নিয়ে মন্তব্য করে নেপালের মন্ত্রী পদত্যাগে বাধ্য
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১৮:৩১
বাংলাদেশের মেডিকেলে নেপালি ছাত্রীদের নিয়ে মন্তব্য করে নেপালের মন্ত্রী পদত্যাগে বাধ্য
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে পড়তে যাওয়া নেপালি নারী শিক্ষার্থীদের নিয়ে বিরূপ মন্তব্য করার পর চাপের মুখে পদত্যাগ করেছেন নেপালের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাং।


গত ২০ জুলাই এক অনুষ্ঠানে মন্ত্রী শের বাহাদুর তামাং বলেছিলেন, ''নেপালের যেসব মেয়ে বাংলাদেশের মেডিকেলে লেখাপড়া করতে যায়, সার্টিফিকেট পাওয়ার জন্যে তাদেরকে সেখানে নিজেদেরকে বিক্রি করতে হয়।"


তার এই মন্তব্য নেপালে তীব্র বিতর্কের সৃষ্টি করে। বিশেষ করে বাংলাদেশে পড়তে যাওয়া নেপালি শিক্ষার্থীরা মন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায়।


বাংলাদেশ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে সম্প্রতি নেপালে ফিরে যাওয়া ড. রোজি মানান্ধার বলেন, "তিনি (তামাং) কি কখনো বাংলাদেশে পড়তে যাওয়া নারী শিক্ষার্থীদের কাছে এব্যাপারে খোঁজ নিয়েছিলেন? আমরা সেখানে কতো কষ্ট করে লেখাপড়া করি তার তিনি কিছুই জানেন না।''


ড. রোজি আরো বলেন, ''কোনো ধরনের প্রমাণ ছাড়াই তিনি একথা বলেছেন। কঠোর পরিশ্রম করেই আমি আমার সার্টিফিকেট পেয়েছি।''


তুমুল বিতর্কের মুখে সোমবার রাজধানী কাঠমান্ডুতে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী তামাং নারীদের নিয়ে তার মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। শেষ পর্যন্ত তাকে মন্ত্রীত্বই ছাড়তে হলো। সূত্র : বিবিসি


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com