শিরোনাম
পাকিস্তানের প্রথম নারী প্রধান বিচারপতি তাহিরা সফদার
প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১১:৩৫
পাকিস্তানের প্রথম নারী প্রধান বিচারপতি তাহিরা সফদার
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের কোনো হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি হতে যাচ্ছেন সৈয়দা তাহিরা সফদার।


পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) মিয়া সাকিব নিসার সোমবার বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মনোনিত করেন বিচারপতি তাহিরাকে।


বেলুচিস্তান হাইকোর্টের প্রধান বিচারপতি মোহাম্মদ নুর মুসকানজাই আগামী ১ সেপ্টেম্বর অবসর গ্রহণের পর তার স্থলাভিসিক্ত হবেন তাহিরা এবং তিনি আগামী বছরের ৫ অক্টোবর পর্যন্ত বহাল থাকবেন।


পাশাপাশি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা চলছে যে বিশেষ আদালতে সেখানেও তাহিরা যুক্ত থাকবেন।


তাহিরা ১৯৫৭ সালের ৫ অক্টোবর কোয়েটায় জন্মগ্রহণ করেন। প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইমতিয়াজ হোসেন বাকরি হানাফির মেয়ে তিনি। কোয়েটার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে তার প্রাথমিক পড়াশোনা শুরু হয়। গভর্নমেন্ট ল’ কলেজ থেকে তিনি স্নাতক ডিগ্রী অর্জন করেন।


এরপর বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়ে উর্দুতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন তিনি। ১৯৮০ সালে কোয়েটার ইউনিভার্সিটি ল’ কলেজে আইনের ডিগ্রিও নেন তিনি।


বেলুচিস্তানের প্রথম নারী সিভিল জজ হিসেবে নিয়োগ পান তাহিরা। এছাড়া তিনি যেসব পদে কাজ করেছেন, সবগুলোতেই তিনি প্রথম নারী হিসেবেই নিযুক্ত হয়েছেন। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com