শিরোনাম
প্রবাসীদের দেশত্যাগের কুফল দেখছে সউদি আরব
প্রকাশ : ১৩ জুলাই ২০১৮, ২০:২৬
প্রবাসীদের দেশত্যাগের কুফল দেখছে সউদি আরব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

প্রবাসী কর্মীদের ক্রমবর্ধমান হারে দেশত্যাগের কুফল দেখতে শুরু করেছে সউদি আরব। আবাসন খাতে এর বিরূপ প্রভাব ব্যাপকভাবে দৃশ্যমান হচ্ছে।


সউদি গেজেট পত্রিকা জানায়, প্রবাসীদের বিপুল সংখ্যায় দেশত্যাগের কারণে বাড়ি ভাড়া হচ্ছে না। এমনকি ভাড়া কমিয়েও কোনো লাভ হচ্ছে না। বাজার-বিশ্লেষকরা মনে করছেন, আগামী দিনগুলোতে পরিস্থিতির আরো অবনতি ঘটবে।


এক সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে খবরে বলা হয়, চলতি বছরের প্রথম তিন মাসে ২৩৪,২০০ প্রবাসী সউদি আরব ছেড়েছেন। এর আগে গত বছর অর্থাৎ ২০১৭ সালে দেশ ছেড়েছেন ৪৬৬,০০০ প্রবাসী। সব মিলিয়ে গত ১৫ মাসে ৭০০,২০০ প্রবাসী নিজেদের দেশে ফিরে গেছেন।


এ অবস্থায় ভাড়াটে না-পাওয়ায় লোকজন বাড়ি বা ফ্ল্যাট কেনা কমিয়ে দিয়েছে। একজন আবাসন ব্যবসায়ী-নেতা জানান, শহর থেকে দূরের এলাকায় ২৫% পর্যন্ত দরপতন হয়েছে, তবে শহর এলাকায় এর হার খানিকটা কম।


তিনি বলেন, সম্ভাব্য ক্রেতারা দাম আরো কমার আশায় হাত গুটিয়ে বসে আছে।


আবাসন খাতের এক বিনিয়োগকারী বলেন, প্রবাসীরা বিপুল সংখ্যায় দেশ ছাড়ার কারণে ঘরভাড়া কমে গেছে। প্রবাসীদের ওপর লেভি আরোপ করা এবং কম্পানিগুলো ব্যাপক হারে বিদেশী শ্রমিক ছাঁটাই করার কারণে বিদেশী শ্রমিকরা দেশ ছাড়ছে। তাদের ছেড়ে দেয়ার পর থেকে অনেক আবাসিক ভবন খালি পড়ে আছে।


বিবার্তা/হুমায়ুন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com