শিরোনাম
নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫৩
প্রকাশ : ১২ জুলাই ২০১৮, ২১:৪৬
নেপালে বন্যা ও ভূমিধসে নিহত ৫৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

মুষলধারে বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে নেপালে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। এছাড়া কাঠমান্ডুতে ২০ জন আহত এবং আরো নয়জন নিখোঁজ রয়েছেন।


বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। ব্যাপক বৃষ্টিপাতে নেপালের নদীগুলো উপচে পড়ে বিভিন্ন এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে।


বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে ভক্তপুর জেলা। এছাড়া বিভিন্ন সড়ক এবং মহাসড়কও পানির নিচে তলিয়ে গেছে। ভূমিধসে ভক্তপুরের চাঙ্গুনারায়ন পৌর এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে।


জানা গেছে, যেসব এলাকা প্লাবিত হয়েছে, সেই এলাকাগুলোতে প্রতিটি বাড়ির নীচতলাতই পানি ঢুকে পড়েছে। দৈনন্দিন কাজের জন্য বাইরে যেতে পারছেন না স্থানীয়রা।


সরকারিভাবে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকশ সদস্য উদ্ধার অভিযান শুরু করেছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে।


নেপালের ৭৭ জেলার মধ্যে ৩৬টি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আরো বেশ কয়েকদিন আবহাওয়া অপরিবর্তিত থাকবে। সে ক্ষেত্রে দুর্ভোগ আরো বাড়তে পারে।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com