শিরোনাম
পাকিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত ১৩
প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ১০:৪৩
পাকিস্তানে নির্বাচনী সমাবেশে আত্মঘাতী হামলায় নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরে আওয়ামি ন্যাশনাল পার্টির (এএনপি) এক সমাবেশে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় দলটির এক প্রভাবশালী প্রার্থীসহ অন্তত ১৩ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।


আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে দেশে সন্ত্রাসী হামলা হতে পারে বলে পাকিস্তানের সেনা মুখপাত্র এক ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর পেশোয়ারে ওই হামলা হয়।


এএনপি নির্বাচনে জয়ী হলে তালেবানের মতো উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে।


পেশোয়ারের নগর পুলিশ প্রধান কাজি জামিল বলেছেন, আত্মঘাতী বোমা হামলায় রাজনীতিবিদ হারুন বিলোরসহ ১৩ জন নিহত ও অন্তত ৫৪ জন হয়েছেন।


হারুন বিলোরি এএনপির প্রার্থী ছিলেন এবং তিনি এই প্রদেশের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা বশির বিলোর ২০১২ সালে এক আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।


পেশোয়ারের পুলিশ কর্মকর্তা শাফকাত মালিক বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, প্রাথমিক তদন্তে প্রতীয়মান হচ্ছে, হারুন বিলোরকে লক্ষ্য করেই আত্মঘাতী হামলাটি চালানো হয়েছে।


হামলার পর তাৎক্ষণিকভাবে এর দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। টেলিভিশনের লাইভ ফুটেজে স্বেচ্ছাসেবক ও পুলিশকে আহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে। সূত্র: গালফ নিউজ পাকিস্তান


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com