শিরোনাম
এখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না ওরা
প্রকাশ : ১০ জুলাই ২০১৮, ২০:৪৮
এখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না ওরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

এখনই স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না থাইল্যান্ডের গুহায় আটকেপড়া শিশুরা। এজন্য কয়েক মাস সময় লাগবে তাদের। এ সময়ের মধ্যে কড়াকড়িভাবে ডাক্তারি নির্দেশনা মেনে চলতে হবে।


ডাক্তারের পর্যবেক্ষণে থাকা অবস্থায় তারা পরিবারের সঙ্গে সাধারণভাবে মিশতে পারবে না। আত্মীয়স্বজন এমনকি মা-বাবা কাউকে চুমু দিতে পারবে না তারা। করতে পারবে না স্পর্শ-আলিঙ্গন। সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এমন নির্দেশনা দিয়েছেন ডাক্তাররা।


দীর্ঘদিন গুহার মধ্যে আটকে থাকার ফলে তারা সংক্রামক রোগসহ বেশকিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছে বলে মনে করা হচ্ছে। রক্ত পরীক্ষায় যতক্ষণ না তারা সংক্রমণমুক্ত প্রমাণিত না হয়, ততক্ষণ পর্যন্ত কারো সংস্পর্শে যেতে দেয়া হবে তাদের। এজন্য আগামী কয়েক মাস ধরে তাদের চোখে চোখে রাখবেন ডাক্তাররা।


বিবার্তা/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com