শিরোনাম
পাকিস্তানের নির্বাচনে এবারও সেনা মোতায়েন হবে
প্রকাশ : ১০ জুলাই ২০১৮, ১৭:১৭
পাকিস্তানের নির্বাচনে এবারও সেনা মোতায়েন হবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের আন্তঃবাহিনী গণসংযোগের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আসিফ গফুর বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী নির্বাচনপ্রক্রিয়াকে কেবল সমর্থন দিয়ে যাবে, নির্বাচন অনুষ্ঠানে এর কোনো প্রত্যক্ষ ভূমিকা থাকবে না।


আইএসপিআর-মহাপরিচালক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনটি হবে দেশের তৃতীয় নির্বাচন এবং এর মধ্য দিয়েই দেশের অব্যাহত গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত হবে। নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছে, সে অনুযায়ী সশস্ত্র বাহিনী তাদেরকে (কমিশন) সমর্থন দিয়ে যাবে।


তিনি মনে করিয়ে দেন যে নির্বাচনে সেনা মোতায়েন এবারই প্রথম নয়। কাজেই সেই ধারাবাহিকতায় এবারও সেনা মোতায়েন করা হবে। সূত্র ডন অনলাইন


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com