শিরোনাম
তুরস্কে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২৪
প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১৬:৩৪
তুরস্কে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ২৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে ২৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। ভারী বর্ষণে মাটি সরে যাওয়ায় লাইনচ্যুতির এই ঘটনা ঘটে। ট্রেনটি তিকিরদাগের করলু জেলার সারাইলার গ্রামে লাইনচ্যুত হয়।


এএফপির খবরে বলা হয়, স্থানীয় সময় রবিবার গ্রিস ও বুলগেরিয়া সীমান্তের এদির্নে অঞ্চল থেকে ৩৬০ জনের বেশি যাত্রী নিয়ে ইস্তাম্বুলের হালকলি স্টেশনে যাওয়ার পথে ট্রেনটির ছয়টি বগি লাইচ্যুত হয়।


উপপ্রধানমন্ত্রী রিসেপ একডাগ বলেন, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১০ জন থেকে বেড়ে ২৪ জন হয়েছে।


এদিকে রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু জানায়, সোমবার সকালে লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শেষ হয়।


তুরস্কের সংবাদ মাধ্যম স্বাস্থ্যমন্ত্রী আহমিত ডিমারকানের বরাত দিয়ে জানায়, দুর্ঘটনার পর ৩৩৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনো ১২৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।


যোগাযোগ মন্ত্রী আহমিত আরর্সলান বলেন, ভারী বর্ষণে মাটি সরে যাওয়ায় ৩৬২ জন যাত্রী নিয়ে ট্রেনটি লাইনচ্যুত হয়। গত এপ্রিলে সর্বশেষ রেল পথের পরীক্ষা করা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/সোহান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com