শিরোনাম
ইসরাইলের গুলিতে ১৩৪ ফিলিস্তিনি আহত
প্রকাশ : ০৪ জুলাই ২০১৮, ১১:৫৮
ইসরাইলের গুলিতে ১৩৪ ফিলিস্তিনি আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ইসরাইলের গুলিতে অন্তত ১৩৪ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই নারী। তবে কোনো নিহতের খবর এখনও পাওয়া যায়নি।


স্থানীয় সময় মঙ্গলবার অধিকৃত গাজা সীমান্তে কয়েক হাজার নারী বিশাল বিক্ষোভ মিছিল করলে তাতে গুলি করে ইসরাইলের সেনারা। এতে তারা আহত হন।


মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের নিরপরাধ শিশু ও যুবকদের ওপর গুলি করার প্রতিবাদে মঙ্গলবার সকালে গাজায় ইসরাইলি সীমান্তের কাছে কয়েক হাজার নারী বিক্ষোভ মিছিল করেন। এতে গুলি চালায় ইহুদিবাদী দেশটির সীমান্তরক্ষীরা। গুলিবিদ্ধ নারী ও শিশুসহ কমপক্ষে ১৩৪ জন।


এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানিয়েছেন, ১৯৪৮ সালের পর থেকে সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়িঘর থেকে বিতাড়িত করেছে দখলদার ইসরাইলি বাহিনী। বিক্ষুব্ধ ফিলিস্তিনিরা গত ৩০ মার্চ থেকে নিজেদের বাড়ি ফিরে পেতে নতুন করে আন্দোলনে নেমেছেন।


গত মার্চ থেকে শুরু হওয়া ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ এ আন্দোলনে এ পর্যন্ত শিশুসহ ১৩৮ জনকে হত্যা করেছে ইসরাইল।


সূত্র: আলজাজিরা


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com